ম্যানইউ ছাড়ার জন্য বেতন কমাতেও রাজি ব্রাজিল তারকা

2 months ago 6

ইংলিশ পড়তি জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকতে চান না ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। দল ছাড়ার ইচ্ছা এতটাই প্রবল যে, নিজের সাপ্তাহিক ১ লাখ ৫০ হাজার পাউন্ডের বেতন থেকেও ৩০ শতাংশ ছাড় দিতে রাজি হয়েছেন তিনি—শুধু যেন দল বদলের পথ মসৃণ হয়।

২০২২ সালে ডাচ ক্লাব আযাক্স থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফি নিয়ে ইংল্যান্ডে আসেন অ্যান্টনি। তখন আশাবাদী ছিলেন সবাই, ব্রাজিলিয়ান তরুণ তারকা প্রিমিয়ার লিগ মাতাবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে থেমে গেছে সেই আলো। ম্যানইউর জার্সিতে ৯৬ ম্যাচে করেছেন মাত্র ১২ গোল—যা কোনোভাবেই প্রত্যাশিত পারফরম্যান্স নয়।

২০২৫ সালের জানুয়ারিতে ধারে লা লিগার ক্লাব রিয়াল বেতিসে যান অ্যান্টনি। সেখানে নিজেকে খানিকটা ফিরে পান। করেন ৯ গোল ও ৫ অ্যাসিস্ট, দলকে পৌঁছে দেন কনফারেন্স লিগের ফাইনালে। সেই পারফরম্যান্স বেতিসের নজর কেড়েছে। তারা আবারও ধারে নেওয়ার চিন্তা করছে, এমনকি কিনে নেওয়ার অপশনও রাখতে চায়।

ম্যানচেস্টার ইউনাইটেডও চাইছে অ্যান্টনিকে বিক্রি করতে। প্রফিট অ্যান্ড সাস্টেইনেবিলিটি রুলস (পিএসআর) অনুসারে, কোনো লোকসান ছাড়াই বিক্রি করতে হলে অন্তত ৩২.৫৮ মিলিয়ন পাউন্ড তুলতে হবে। বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবের নজরেও রয়েছেন তিনি—বিশেষ করে স্পেন, ইতালি এবং জার্মানির দলগুলো তার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

ম্যানইউতে মানসিকভাবে ভেঙে পড়া অ্যান্টনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি প্রায় ভেঙে পড়েছিলাম, জীবনের কোনো আশাই ছিল না।’ বেতিসে এসে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, এবং এখন তার মূল লক্ষ্য—ম্যানচেস্টার অধ্যায় চিরতরে বন্ধ করে নতুন করে শুরু করা।

অ্যান্টনির ভবিষ্যৎ এখন ক্লাব ও সম্ভাব্য ক্রেতাদের আলোচনার ওপর নির্ভর করছে। তবে এতটুকু নিশ্চিত—অ্যান্টনি নিজের জায়গা বদলাতে বদ্ধপরিকর। প্রশ্ন শুধু, কোন ক্লাব হবে তার পরবর্তী ঠিকানা?

Read Entire Article