ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

2 hours ago 3

প্রিমিয়ার লিগে এখনও জয়ের মুখ দেখল না একসময়ের পরম প্রভাবশালী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (২৪ আগস্ট) লন্ডনের ক্র্যাভেন কটেজে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রুবেন আমরিমের শিষ্যরা।

প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল অতিথিদের সামনে। কর্নার থেকে ক্যালভিন বাসি ম্যাসন মাউন্টকে ফেলে দিলে ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পান ইউনাইটেড। কিন্তু অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের শট উড়িয়ে যায় গ্যালারিতে, হাতছাড়া হয় লিড।

দ্বিতীয়ার্ধে দলে আনা হয় নতুন তারকা আক্রমণভাগ— বেঞ্জামিন সেসকো, মাতেউস কুনিয়া ও ব্রায়ান এমবেউমো। তবে গোল এল ভিন্ন উৎস থেকে। ৫৮ মিনিটে তরুণ ডিফেন্ডার লেনি ইয়োরোর হেড প্রতিপক্ষ রদ্রিগো মুনিজের গায়ে লেগে জালে প্রবেশ করে।

তবে সেই লিড বেশিক্ষণ টিকেনি। ৭২ মিনিটে অ্যালেক্স ইওয়োবির নিচু ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন ম্যাথাইস ডি লিগট। সুযোগটি কাজে লাগান বদলি নামা এমিল স্মিথ রো, সমতায় ফেরে ফুলহাম।

শেষ মুহূর্তে বদলি হ্যারি ম্যাগুয়েরের হেড সামান্য বাইরে চলে গেলে জয়হীনভাবেই মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে।

প্রিমিয়ার লিগে দুই ম্যাচ শেষে এখনও প্রথম জয়ের খোঁজে ম্যানচেস্টার ইউনাইটেড, আর সমানতালে চাপ বাড়ছে কোচ রুবেন আমরিমের কাঁধে।

Read Entire Article