ম্যানসিটি সমর্থকদের সেই ব্যানার নিয়ে যা বললেন ভিনিসিয়ুস

3 weeks ago 19

গেল বছরের ব্যালন ডি’অর বিতর্ক কার অজানা? ফুটবলপ্রেমীদের মধ্যে হয়তো এমন কেউই নেই। যেখানে অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল বর্ষসেরা ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতবেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, কিন্তু শেষ মুহূর্তে ব্যালন ডি’অর তুলে দেওয়া হয়েছিল ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে। এরপর রাগে-ক্ষোভে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ।

গতকাল মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে সেই বিতর্কিত বিষয় তুলে ভিনিসিয়ুসকে খোঁচা দেন ম্যানসিটির সমর্থকরা।

ইতিহাদের গ্যালারিতে বিশাল আকৃতির ব্যানার নিয়ে প্রবেশ করেন ম্যানসিটি সমর্থকরা। ব্যানারে লেখা ছিল জনপ্রিয় গানের শিরোনাম- স্টপ ক্রাইং ইয়োর হার্ট আউট (কান্না থামাও, তোমার হৃদয় ভেঙে ফেলো না)। সঙ্গে ছিল ব্যালন ডি’অর হাতে রদ্রির ছবিও। যে বার্তার গন্তব্য মূলত ভিনিসিয়ুসের দিকে ঠিক করে দিয়েছিলেন তারা।

এদিন চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে যাওয়ার পথে প্লে-অফের প্রথম লেগ খেলতে সিটির ঘরের মাঠে যায় রিয়াল। এরপর ম্যানসিটিকে ৩-২ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। ম্যাচসেরা নির্বাচিত হয়ে ম্যানসিটির সমর্থকদের যথাচিত জবাব দেন ভিনিসিয়ুস।


ম্যানসিটি সমর্থকদের সেই ব্যানার। ছবি: সংগৃহীত

মঙ্গলবার অবশ্য গোল করতে পারেননি ভিনিসিয়ুস। তবে ৯২ মিনিটে রিয়ালের জয়সূচক গোলে জুড বেলিংহ্যামকে সুযোগ তৈরি করে দেন তিনি। এছাড়া ম্যাচজুড়ে ভিনির পারফরম্যান্স ছিল অসাধারণ।

ম্যাচের পর মোভিস্টারকে সাক্ষাৎকার দেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান তারকার কাছে জানতে চাওয়া হয়, তিনি ব্যানারটা দেখেছেন কিনা। এতে হ্যাঁ-সূচক উত্তর দেন ভিনি।

ভিনিসিয়ুস বলেন, ‘প্রতিপক্ষের সমর্থকরা যখন এমন কিছু করে, তখন সেটি আমাকে আরও শক্তি দেয় দারুণ খেলার জন্য। আজ আমি সেটাই করেছি। সিটি আমাদের ইতিহাস জানে এবং আমরা এই প্রতিযোগিতায় কী করেছি, সেটাও তারা জানে।’

ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি জানি না ভিনিসিয়ুস ব্যানারটি দেখেছে কিনা। যদি দেখে থাকে, তাহলে এটি তার জন্য বড় অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।’

তবে ব্যানারটি না দেখার কথা বলেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। তবে তিনি স্বীকার করেন, ‘ভিনিসিয়ুস একজন অসাধারণ খেলোয়াড়।’

এমএইচ/এএসএম

Read Entire Article