ময়মনসিংহে এনসিপি নেতার ওপর হামলা

6 hours ago 5

ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানার ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কাশিগঞ্জ বাজারে পথরোধ করে এই হামলা চালানো হয়।

মাসুদ রানা (৩৬) উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আ. আজিজের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য ও কৃষি উইং : জাতীয় নাগরিক  কমিটি কেন্দ্রীয় প্রতিনিধি।

এ বিষয়টি নিশ্চিত করে এনসিপি নেতা মাসুদ রানা বলেন, তারাকান্দায় যাওয়ার পথে কাশিগঞ্জ বাজারের ঈদগাহ মাঠ এলাকায় যাওয়ার পর দুজন ছেলে আমার গতিরোধ করে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও ১০/১২ জন। এ সময় সন্ত্রাসীরা আমাকে টেনে হিচড়ে নীরব জায়গায় নেওয়ার চেষ্ঠা করে। আমি যেতে না চাইলে আমাকে কিল ঘুষি মারতে থাকে। আমি ডাক চিৎকার করতে থাকলে পরে স্থানীয়রা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে।

এই ঘটনার পর কাশিগঞ্জ বাজারে হামলার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, এ বিষয়ে মাসুদ রানা থানায় একটি অভিযোগ দায়েরের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Read Entire Article