অপারেশন ডেভিল হান্টে ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত ছয়দিনে ময়মনসিংহে গ্রেফতার হয়েছে ৮৮ জন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা সশস্ত্র হামলায় জড়িত ছিল এবং ৫ আগস্টের পর থেকে যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে ৮৮ জন গ্রেফতার হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
নতুন করে গ্রেফতার তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও নান্দাইল উপজেলার লংগাইর ইউনিয়ন যুবলীগের সদস্য আমিনুল ইসলাম।
কামরুজ্জামান মিন্টু/এএইচ/এমএস