বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাট পৌরশহরের বিভিন্ন এলাকায় তীব্র শীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি হালুয়াঘাট মধ্য বাজার, সীমান্তিকা মার্কেট, ধান মহল, উত্তর বাজার, পুরাতন বাসস্ট্যান্ডে ভবঘুরে, শ্রমজীবী ও গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, সামসুল আলম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক অনন্ত, আল আমিন, আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে হালুয়াঘাটের বালিচান্দা গ্রামে বুলবুল ফকিরের বাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদে এমরান সালেহ প্রিন্স অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শন করেন এবং ফায়ার বিগ্রেডের অগ্নি নির্বাপণের চেষ্টা প্রত্যক্ষ করেন। তিনি বুলবুল ফকিরকে সান্ত্বনা ও সমবেদনা জানান।
এছাড়াও তিনি রাতে হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের কুমুরিয়া মাদ্রাসা ও ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট দক্ষিণ জামে মসজিদের বার্ষিক ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।