ময়মনসিংহে সড়কে ঝরল ২ প্রাণ

2 weeks ago 18

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলাপার নিহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৫.৪০ মিনিটের দিকে ত্রিশালের অদূরে ঢাকা-ময়মনসিংহ মহাসকের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অন্য একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে চালক ও হেলপার গুরুতর আহত হয়। 

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই। দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং তার সহযোগী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

Read Entire Article