ময়মনসিংহে সড়কে প্রাণ গেলো দুই নারীর

15 hours ago 7

ময়মনসিংহে পৃথক ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জেলা শহর ও তারাকান্দা উপজেলায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শহরের দুর্গাবাড়ি সড়কের মৃত বাদল বসাকের স্ত্রী লক্ষ্মী রানী বসাক (৭০) ও জেলার তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নুনহালা গ্রামের জুয়েল ফকিরের স্ত্রী তাসলিমা খাতুন (৪৫)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনা দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, শহরের দুর্গাবাড়ি সড়কে অপু ও দীপু বসাক তাদের সাত শতক জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করাচ্ছিলেন। পাশে সংরক্ষণ করা হচ্ছিল বালু-পাথর। সে জায়গার সড়কের পাশে দীর্ঘ দিনের পুরোনো একটি পরিত্যক্ত দেওয়াল ছিল। বেলা সাড়ে ১১টার দিকে দেয়ালটি ধসে লক্ষ্মী রানী বসাকের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। জমির মালিক নিহতের পরিবারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, দুপুরে পরিবারের কয়েকজনের সঙ্গে অটোরিকশা দিয়ে উপজেলার মাসকান্দা এলাকায় বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন তাসলিমা খাতুন। দুপুর দুইটার দিকে বাসস্ট্যান্ড পর্যন্ত আসলে অটোরিকশাটি ইউটার্ন নেয়। এসময় তাসলিমা অটোরিকশা থেকে সড়কে পড়ে গেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী বালুবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে চালককে চাঁন মিয়াকে আটক করা হয়েছে। চাঁন মিয়া শেরপুরের নালিতাবাড়ি সদর এলাকার রমজান আলীর ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম

Read Entire Article