যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

4 months ago 27

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর গোলাপবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সানি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করে।

তার বন্ধু নাজমুল বলেন, সানি পেশায় একজন গাড়িচালক। রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগ মাঠের একটি চায়ের দোকানের পাশে বৈদ্যুতিক পিলার স্পর্শ করলে বিদ্যুতায়িত হন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি কিশোরগঞ্জ সদর জেলার বউলা গ্রামের বাইতুলের সন্তান। তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

Read Entire Article