যারা আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, জনগণ তাদের প্রত্যাখান করবে : আবু হানিফ

2 months ago 30

যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, জনগণ তাদের প্রত্যাখান করবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু হানিফ বলেন, অনেককেই দেখছি গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের পক্ষে সহানুভূতি দেখাচ্ছে তাদের পক্ষে কথা বলছে, নানাভাবে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, জনগণ তাদের প্রত্যাখান করবে। 

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে যে গায়েবি মামলা হতো, যে মামলা বাণিজ্য হতো, কোনো কোনো দল একই কাজ করে বেড়াচ্ছে। আপনাদেরকে বলব ছাত্র-জনতা আপনাদের এই বাণিজ্য করার জন্য দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে নাই। আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। এসব অপকর্ম করতে থাকলে আওয়ামী লীগের চেয়ে ভয়ংকর পরিণতি হবে আপনাদের। 

আবু হানিফ বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। জণগণ তাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। অন্তর্বর্তী সরকারের জণগণের সরকারের এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। গতকাল এই সরকারের ১০০ দিন পার হলেও জনগণের আশানুরূপ তেমন কিছু করতে পারে নাই। এই সরকারকে বুঝতে হবে, এই সরকার জনগণ বসিয়েছে, এমন কোনো কাজ করা যাবে না যাতে সাধারণ মানুষ সরকারের বিপক্ষে যায়। 

আবু হানিফ আরও বলেন, আমরা গত কয়েক দিন কিশোরগঞ্জে মানববন্ধন করেছিলাম কিশোরগঞ্জ ভৈরব রাস্তা সংস্কার ও কিশোরগঞ্জ ঢাকা রোডে বাস ভাড়া কমানোর দাবিতে। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। সরকারি নিয়ম অনুযায়ী কিশোরগঞ্জ থেকে ঢাকা রোডে ভাড়া হওয়ার কথা ২৬০-২৭০ টাকা কিন্তু বাস্তবে এই ভাড়া ৩৫০-৪০০ টাকা। এর সঙ্গে জড়িত রয়েছে বড় সিন্ডিকেট। এই সপ্তাহে আমরা ডিসি বরাবর স্মারকলিপি দিব, তারপরও কাজ না হলে আমরা কঠোর কর্মসূচি দিব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গণঅধিকার পরিষদ হোসেনপুর উপজেলার আহ্বায়ক ইমরান হোসেন, সঞ্চালনা করেন সদস্য সচিব হুমায়ুন করিব।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক মোখলেসুর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, ইমতিয়াজ কাজল, যুগ্ম সদস্য সচিব সোহেল হায়দার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাজন, ছাত্র নেতা রিপন রাজ, ইমন খান, পায়েল চৌধুরী, সালমান প্রমুখ।

Read Entire Article