যুক্তরাষ্ট্রে ওপেন এআই তথ্য ফাঁসকারী ভারতীয়র রহস্যময় মৃত্যু

1 month ago 12

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরের বুচানন স্ট্রিটে ওপেন এআইর সাবেক কর্মী সুচির বালাজির (২৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সুচির বালাজি ছিলেন ওপেন এআইর তথ্য ফাঁসকারী, যিনি কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। ২৬ নভেম্বর তার মৃতদেহ উদ্ধার করা হয়, তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, বালাজি ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ওপেন এআই-এ কাজ করতেন। গত আগস্টে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওপেন এআই-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন। 

তিনি বলেন, ওপেন এআই চ্যাট জিপিটি তৈরি ও বাজারজাতকরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, যদি আপনি ওপেন এআই-এর কর্মী হতেন, তবে আমি নিশ্চিত আপনি সেখান থেকে চলে যেতেন, কারণ তারা যেভাবে ব্যবসা করছে, তা ইন্টারনেটের জন্য গ্রহণযোগ্য নয়।

এছাড়া, তিনি চ্যাট জিপিটির অপব্যবহার নিয়ে সামাজিকমাধ্যমে বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহারে ভবিষ্যতে এই খাতের বাণিজ্যিক কার্যক্রম বিপদে পড়তে পারে।

এদিকে ২০২২ সাল থেকে ওপেন এআই-এর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে একাধিক মামলা হয়েছে। বালাজির এ অভিযোগগুলো মামলার বিচারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বালাজির মৃতদেহ উদ্ধারের পর ওপেন এআই এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। তারা বলেছে, এই হৃদয়বিদারক খবর আমাদের গভীর শোকের মধ্যে ফেলেছে। সুচিরের পরিবারের জন্য আমাদের হৃদয় তাদের সঙ্গে রয়েছে, তারা কঠিন সময়ের মধ্যে আছেন।

Read Entire Article