যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ দশমিক ৮ বিলিয়ন কানাডিয়ান ডলার (২২.০৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবে কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক কানাডীয় কর্মকর্তা। তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।
ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর বাড়তি শুল্ক বুধবার (১২ মার্চ) থেকে কার্যকর হয়েছে। এর আগে যে শুল্ক অব্যাহতি, শুল্কমুক্ত কোটা ও পণ্যের বর্ধিত ছাড় ছিল, সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। ট্রাম্পের লক্ষ্য যুক্তরাষ্ট্রের পক্ষে বৈশ্বিক বাণিজ্যনীতির নতুনভাবে বিন্যাস করা, যা বর্তমানে গতি পেয়েছে।
আরও পড়ুন>>
- ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা
- ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণ বাতিল করছেন কানাডীয়রা
- ট্রাম্পের শুল্কের জবাবে কানাডায় মার্কিন পণ্য বয়কটের হিড়িক
যুক্তরাষ্ট্রের স্টিল ও অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় বৈদেশিক সরবরাহকারী দেশ হলো কানাডা।
যুক্তরাষ্ট্র-কানাডার বাণিজ্য বিরোধ তীব্র হওয়ার সময় কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার পদ থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় জয়ী মার্ক কার্নি এই সপ্তাহেই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
সোমবার কার্নি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারবেন না।
এদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও মন্তব্য করেছেন, তিনি চান কানাডা যুক্তরাষ্ট্রের ‘প্রিয় ৫১তম রাজ্য’ হয়ে উঠুক।
সূত্র: রয়টার্স
কেএএ/