যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে : লেবাননের হ্যাঁ, নেতানিয়াহুর না

2 months ago 29
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানাল লেবাননের হিজবুল্লাহ ও সরকার। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েলি বাহিনী তাদের অভিযান থামাবে না। মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রকাশিত রয়টার্স ও টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করা হবে এবং এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করবে।  প্রস্তাবের মধ্যে রয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী উপস্থিত থাকতে পারবে না এবং সেখানে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকার সুযোগ থাকবে না। এ ছাড়া, ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে বের করে নেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে। যুদ্ধবিরতির আলোচনার জন্য ইতোমধ্যেই বৈরুতে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টাইন। তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তৃতায় জানান, যুদ্ধবিরতি প্রস্তাবে সই করা হলেও তাদের অভিযান চলবে। তিনি বলেন, ‘কাগজে যা লেখা থাকুক, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও আমরা উত্তরে আক্রমণ চালিয়ে যাব।’ ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচও একই অবস্থান গ্রহণ করেছেন, দাবি করেছেন যে, ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে ‘আক্রমণ চালানোর পূর্ণ স্বাধীনতা’ থাকবে এবং ভবিষ্যতে গাজা বা লেবাননে অবস্থান করার পূর্ণ অধিকার থাকবে। এদিকে, মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের পেছনে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ। যাতে যুদ্ধের পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে না ওঠে এবং সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়।
Read Entire Article