ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি ও উন্নয়ন শুরু করেছে ভারত। শুক্রবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথ সিং জানান, গত মে মাসে তিনি পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) প্রোটোটাইপ অনুমোদন দিয়েছেন। এটিকে তিনি ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা ভারতেই বিমানের ইঞ্জিন তৈরির জন্য এগিয়ে যাচ্ছি এবং এ ক্ষেত্রে ফরাসি একটি কোম্পানির সহযোগিতা নিচ্ছি।
যদিও তিনি কোম্পানির নাম প্রকাশ করেননি, ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে প্রতিষ্ঠানটি হলো সাফরান। কয়েক দশক ধরে বিমান ও প্রতিরক্ষা খাতে ভারতে কাজ করছে ফরাসি এই প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।
বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ভারত সামরিক বাহিনী আধুনিকীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশটি স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদন বাড়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে—যার মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে গঠিত ‘কোয়াড জোট’ উল্লেখযোগ্য।
এর আগে চলতি বছরের এপ্রিলে ভারত ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র : দ্য হিন্দু, ইকোনমিক টাইমস