যুদ্ধের কারণে ইরানে আটকে গেছেন ইন্টার মিলান তারকা

2 months ago 29
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে চরম বিড়ম্বনায় পড়েছেন ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। আলজাজিরার বরাতে এএফপি জানিয়েছে, আন্তর্জাতিক দায়িত্ব পালন শেষে দেশে ফিরে আটকে পড়েছেন তারেমি, ফলে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে ক্লাব বিশ্বকাপ খেলতে পারছেন না এই অভিজ্ঞ ফরোয়ার্ড। গত সপ্তাহে ৩২ বছর বয়সী তারেমি ইরানের হয়ে একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে গোল করে নিজের জাত চেনান। ম্যাচটি ছিল তেহরানে, যেখানে ইরান ৩-০ গোলে জয় পায়। তবে ম্যাচ শেষে ফিরতি ফ্লাইটে ওঠা সম্ভব হয়নি তার, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের একজন কর্মকর্তার বরাতে এএফপি জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তাজনিত জটিলতায় তারেমি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর জন্য ইন্টার মিলান ইতোমধ্যেই মার্কিন মাটিতে প্রস্তুতিতে ব্যস্ত। তবে দলের অন্যতম ভরসা তারেমির অনুপস্থিতি তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে ক্রীড়াবিশ্বেও প্রভাব পড়তে শুরু করেছে, আর তারেমির এই ঘটনাই তার অন্যতম প্রমাণ। এখন দেখার বিষয়, পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং ইন্টার মিলান এই গুরুত্বপূর্ণ সময়ে তারেমিকে ফেরত পায় কি না।
Read Entire Article