যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার

1 month ago 23
চট্টগ্রাম নগর যুবলীগের সহসভাপতি ও ‘সুচিন্তা বাংলাদেশ’ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম বন্দরের বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে দেবাশীষ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। তিনি বলেন, বন্দর থানায় রুজু হওয়া মামলায় দেবাশীষকে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Read Entire Article