সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাদা পোশাকধারী র্যাবের-৯ একটি দল উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আটককৃত মুহিবুর রহমান সুইট উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের হাজি নূরুল হোসেনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। মুহিবুর রহমান সুইট গত ৪ আগস্ট পৌরশহরের আলহেরা মার্কেট ভাঙচুর ও জামায়াত নেতার ওপর মামলার আসামি।
বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া কালবেলাকে বলেন, আগামীকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।