যুবলীগ নেতার আবাসিক হোটেলে মিলল ঝুলন্ত মরদেহ

2 months ago 30
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম তপন ঘোষ (৪৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে গত ১৭ নভেম্বর একটি রুম ভাড়া নেন তপন। সোমবার রাতে কোনো এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন ওই ব্যক্তি। পরে সকালে হোটেলের ম্যানেজার কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতোমধ্যে নিহতের পরিবারকে আমরা খবর দিয়েছি, তারা লাশ নেওয়ার জন্য আখাউড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
Read Entire Article