যে একাদশ নিয়ে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

2 months ago 30

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল মঙ্গলবার (১৯ নভেম্বর) (বাংলাদেশ সময় বুধবার) লা বোম্বোনেরায় পেরুর বিপক্ষে খেলতে নামবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা এই ম্যাচে জয় নিশ্চিত করে বিশ্বকাপের দিকে আরও একটি বড় পদক্ষেপ নিতে চায় একই সাথে তারা ভুলে যেতে চায় আগের ম্যাচের পরাজয়ের তিক্ত স্বাদ।

দলের বর্তমান অবস্থা

আর্জেন্টিনা দল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামবে। লিসান্দ্রো মার্টিনেজ, জার্মান পেজ্জেলা, নিকোলাস গনজালেস, ক্রিশ্চিয়ান রোমেরো এবং নাহুয়েল মোলিনা চোটের কারণে দলে নেই। শেষ মুহূর্তে জুলিয়ানো সিমিওনেকে দলে ডাকা হয়েছে।

মোলিনা ডান পায়ের ঊরুর পেছনের অংশে ব্যথার কারণে ছিটকে গেছেন। রোমেরোও ইনজেকশন নিয়ে খেলার পর বিশ্রামে আছেন। তবে নিকোলাস টাগলিয়াফিকো কাঁধের চোট সত্ত্বেও সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং শুরুর একাদশে থাকবেন।

রক্ষণভাগের এই ঘাটতি পূরণে লিওনেল স্কালোনি দলে ফাকুন্ডো মেডিনাকে অন্তর্ভুক্ত করেছেন, যিনি সেন্টার ব্যাক ও লেফট ব্যাক উভয় পজিশনে খেলতে পারেন।

সম্ভাব্য একাদশ

গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন। রক্ষণভাগে থাকবেন গনজালো মনটিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি এবং টাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার নিশ্চিত। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে থাকবেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

পূর্ববর্তী পারফরম্যান্স

গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে কিছুটা ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। তবে ঘরের মাঠে তারা বরাবরই দুর্দান্ত। লা বোম্বোনেরায় এর আগের দুটি ম্যাচে চিলিকে ৩-০ এবং বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে।

এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Read Entire Article