যে কারণে যুক্তরাষ্ট্রে আজীবন ভিসা নিষেধাজ্ঞায় পড়তে পারেন

7 hours ago 3

কারও বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বিরত রাখা এবং ছোটখাটো ভুলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

বার্তায় বলা হয়, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

এতে আরও বলা হয়, কনস্যুলার অফিসাররা আপনার অপরাধ সংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যে কোনো লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তারা জানতে পারবেন।

আহ্বান জানিয়ে মার্কিন দূতাবাস বলেছে, ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন। মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

Read Entire Article