যে কোনো মুহূর্তে ইসরায়েলে ভয়াবহ হামলা: ইরানি মিডিয়া

2 months ago 60

দ্রুতই ইসরায়েলে বড় ধরনের ভয়াবহ হামলা চালাতে পারে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে।

এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি আক্রমণ অব্যাহত রাখে, তাহলে ‘আরও কঠোর ও শক্তিশালী’ প্রতিক্রিয়া দেখানো হবে।

এরই মধ্যে খবর এসেছে যে, আবার নতুন করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান মুখপাত্র এফি ডিফ্রিন বলেছেন, এই মুহূর্তে বিমান বাহিনীর পাইলটরা ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।

ইরানের বন্দর আব্বাসেও ইসরায়েলের হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলি আক্রমণের মুখে তাবরিজ এবং ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, তেহরান, হরমোজগান, কেরমানশাহ, পশ্চিম আজারবাইজান, লোরেস্তান এবং খুজেস্তানে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করেছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইরানের পশ্চিম প্রদেশে দিনের বেলায় প্রচুর ড্রোন শনাক্ত করা হয়েছে, এবং সেগুলো ধ্বংস করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। আর তা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে।

সূত্র: আল জাজিরা

Read Entire Article