যে সংগঠনের অনুমোদনই নাই সেটা নিষিদ্ধ করার কী আছে

1 month ago 10

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নাই সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে. আলী ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মান্না বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবেনা। বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না।

মান্না বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও সে ছাড় পাবে না। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি।

প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুম।

আরএএস/এসআইটি/এএসএম

Read Entire Article