যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

3 months ago 47

খলনায়ক মানে নেতিবাচক চরিত্রে আলাদা করে অভিনয় করেন নির্দিষ্ট কিছু অভিনেতা-এমনটাই বিভিন্ন দেশের চলচ্চিত্রে প্রচলিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন খলনায়কের চরিত্রে নায়কদেরই অভিনয় করতে দেখা যায়। এমনই কয়েকজন নায়ক সম্পর্কে জেনে নেওয়া যাক, যারা নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

বলিউড নায়ক শহিদ কাপুর ‘পদ্মাবত’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। তবে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সবাই। চরিত্রটিকে তিনি এতটাই হিংস্রভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, যা দেখে দর্শক মনে ভীতির সঞ্চার করেছিল।

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

শাহরুখ শুধুমাত্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তা নয়, ‘ডর’ সিনেমায় শাহরুখের অভিনয় রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল দর্শকদের। এছাড়াও ‘ডন টু’ সিনেমায় একজন স্টাইলিশ অথচ নির্মম মাস্টারমাইন্ড খুনির চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন এ অভিনেতা।

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘জাট’। এ সিনেমায় সানি মূল ভূমিকায় অভিনয় করলেও খলচরিত্রে রণদীপ হুদার অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

২০০৯ সালে বিশাল ভরদ্বাজ নির্মিত কামিনে সিনেমায় শহিদ কাপুরের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। দীর্ঘদিন পর কোনো অভিনেতাকে এমন একটি দুর্দান্ত নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা।

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

‘দেবারা’ সিনেমায় সইফ আলি খান অভিনয় করেছিলেন নেগেটিভ চরিত্রে। যদিও এই প্রথমবার নয়, ওমকারা এবং লাল কাফতান সিনেমাতেও ভিলেন চরিত্রে অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি।

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

‘8২.০’ সিনেমাটি নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়ের পাশাপাশি ভিলেন চরিত্রে ভিকি কৌশলের অভিনয় বিশেষভাবে সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। একজন মাদকাসক্ত পুলিশের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের হিংস্রতা দেখে সিনেমা দেখে চোখ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। যদিও এটিকে সম্পূর্ণভাবে নেগেটিভ চরিত্র বলা যায় না। তবে সিনেমার দ্বিতীয় পর্বে নাকি রণবীরকে সত্যিই নেগেটিভ অভিনয় করতে দেখা যাবে।

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

এমএমএফ/এএসএম

Read Entire Article