যে সবার, সে আসলে কারোরই না : পরীমনি

1 month ago 9

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তুলেন। আবেগ-অনুভূতি, ভালো লাগা-ভালোবাসা অকপটে প্রকাশ করেন অভিনেত্রী। মনের জমানো ক্ষোভ–রাগ সবটাই প্রকাশ করেন অবলীলায়।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার বিকালে পরীমনি ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘যে সবার, সে আসলে কারোরই না। সে মূলত ফ্রিল্যান্সার।’

তার পোস্টটি নিয়ে বেশ রসিকতায় মজেছেন নেটিজেনরা। অনেকে নানা রকম মন্তব্য করছেন। অনেকে আবার প্রশ্ন রেখেছেন, কার দিকে ইঙ্গিত করেছেন পরী।

এদিকে আরেক স্ট্যাটাসে পরীমনি তার ছেলে রাজ্যর জন্মদিনের ড্রেস কোড প্রকাশ করেছেন। আগামী ১০ আগস্ট রাজ্যের জন্মদিন। সেদিন বেশ বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছেন নায়িকা। প্রতিবারের মতো এবারেও জন্মদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য একটি নির্দিষ্ট রং বাছাই করেছেন তিনি। এবারে তিনি ঠিক করেছেন মেরুন রং।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম-বিয়ে, তারপর বিচ্ছেদ সবই হয়েছে প্রকাশ্যে পরীমনির। বর্তমানে দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। তাদের নিয়ে আনন্দে কাটছে এই অভিনেত্রীর জীবন।

অনেকদিন ধরেই নতুন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না পরীমনিকে। শিগগিরই তিনি নতুন করে কাজে ফিরবেন বলে আশা করছেন তার ভক্ত অনুরাগীরা।

এমআই/এলআইএ/এএসএম

Read Entire Article