যৌক্তিক সংস্কারের পর নির্বাচন চাই: মুফতি ফয়জুল করীম

4 hours ago 5

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নির্বাচনের জন্য অনেক বেশি সংস্কারের প্রয়োজন। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না। এ জন্য সময় দিতে হবে। আমরা দেড় বছর সময় দিয়েছি। এর কম বা বেশি সময় লাগতে পারে। নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে। আমরা যৌক্তিক সংস্কারের পর নির্বাচন চাই।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শানে রেসালাত সম্মেলনে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।

 মুফতি ফয়জুল করীম

তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে জনগণ ভালো কিছু আশা করেন। জনগণের আশা-আকঙ্খা অনুযায়ী যেন তারা কাজ করেন। কোন দল বা ব্যক্তিকেন্দ্রিক কাজ যেন না করে। দেশের মানুষ যেন কমিশনের ওপর আস্থা রাখতে হবে। সেভাবেই তাদের কাজ করতে হবে। তারা যেন কোনো অবস্থাতে আস্থা না হারায়। সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে। আস্থা হারিয়ে ফেলে যদি দল কানা হয়ে যায়, যদি দলের প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তাদের জবাব দিতে হবে। জনগণ অবশ্যই এর বিচার করবে। নির্বাচন কমিশন গঠনে আমাদের দল থেকে নাম চাওয়া হয়েছে। নাম দিয়েছি। এরমধ্যে প্রত্যেক দলের যে আসছে, ব্যাপারটি তা নয়। এরমধ্যে সিলেকশন হয়েছে, হয়তোবা সবাইকে রাখা সম্ভব হয়নি। নতুন কমিশন যেন মানুষকে নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেন।

ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

Read Entire Article