কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ মাহমুদর হাসান পাতা (৪৪) আটক হয়েছেন। তিনি দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার (২০ জুন) উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা তল্লাশি চালায়। এসময় ৯ রাউন্ড তাজা গুলি, চারটি খালি কার্তুজ এবং চারটি খালি মদের বোতলসহ তাকে আটক করে।
আটক মাহমুদর হাসান পাতা একই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নই। দলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আল-মামুন সাগর/এএইচ/এএসএম