র্যাঙ্কিংয়ে বড় লাফ হাসান ও মেহেদীর
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক ম্যাচ বাকি রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন পেসার হাসান মাহমুদ ও স্পিনার শেখ মেহেদী হাসান। সিরিজ জয়ের পর ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তারা। আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দুজনই। তবে বাংলাদেশের বিপক্ষে সাফল্যের জন্য শীর্ষস্থান দখলে নিলেন উইন্ডিজ স্পিনার আকিল হোসেন।
বুধবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ শেষে বোলারদের তালিকায় ৩৮ ধাপ এগিয়ে হাসান এখন ৪৮তম স্থানে হাসান। ১৮ ধাপ এগিয়ে ২৩তম স্থান দখল করে নিলেন শেখ মেহেদী। তিন ধাপ এগিয়ে ১৮তম স্থানে তাসকিন আহমেদ। তবে ব্যক্তিগত কারণে এ সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমান পেছালেন দুই ধাপ, তিনি ১৯তম স্থানে।
শীর্ষস্থান দখলে নেওয়া আকিল হোসেন তিন ধাপ এগিয়েছেন। পেছনে ফেলেছেন তিনি ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রাশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জ্যাম্পাকে (চতুর্থ)। এ ছাড়াও পরিবর্তন এসেছে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। কদিন আগেই হ্যারি ব্রুকের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন জো রুট। আবারও নিজের সেরা কীর্তিতে ফিরেছেন তিনি।