রংপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিখোঁজ

3 weeks ago 16

রংপুরের পীরগাছায় আশেক আলী নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। গত ৯ ডিসেম্বর দুপুরে পীরগাছা রেলস্টেশন পার্শ্ববর্তী নিজ বাসা থেকে নিখোঁজ হন তিনি। ঘটনার পর তার দুই ছেলে নাজমুল ও সাজু মিয়া আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজেও হদিস পাননি বাবার।

আশেক আলীর ছোট ছেলে সাজু মিয়া কালবেলাকে বলেন, বাবা কয়েক বছর আগে স্ট্রোক করেন। তখন থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। শরীরের একাংশ অকেজো হয়ে গেছে। সামান্য খুঁড়িয়ে হাঁটেন। ঘটনার দিন দুপুরে আমি বাবাকে খাবার ও ওষুধ খাইয়ে দোকানে চলে যাই। কিছুক্ষণ পর খবর পাই বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। কোনো হদিস পাইনি। 

তিনি আরও বলেন, বাবাকে খুঁজে পেতে আমরা দুই ভাই ঢাকায় এসেছি। এখনো বাবাকে খুঁজে পাইনি।

পীরগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. তাজুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশেক আলীর নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে।

Read Entire Article