রংপুরে ইরানি দম্পতিকে মারধর

3 months ago 9

রংপুরের তারাগঞ্জে ঘুরতে আসা ইরানি দুই নাগরিককে ডাকাত সন্দেহে মারধর, বিদেশি মুদ্রা ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে সেনাবাহিনী। 

সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। 

আটক চারজন হলেন- উপজেলার ঘনিরামপুর (জ্যোতপাড়া) এলাকার মোছা. মনোয়ারা বেগম (৩৫), মোছা. রাবেয়া বেগম (৪৫), মো. রশিদুল ইসলাম (৪২) ও মো. মেরাজুল ইসলাম (৩৮)। 

ভুক্তভোগী ইরানি দম্পতি জানান, রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়া গাড়িতে গুগলম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করছিলেন। এক পর্যায়ে ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর এলাকায় আসেন। পরে তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন।

আটক রশিদুল ইসলাম বলেন, বিদেশি এ দম্পতির স্বামী (হোসেইন সেলিম রেজা) গাড়ির সমস্যা হয়েছে মর্মে আমার সঙ্গে কথা বলেন। তখন আমি বাহিরে উঠানে ধান শুকানোর কাজ করছিলাম। এক পর্যায়ে ইরানি দম্পতি বাড়ির ভেতরে যায় এবং কাগজের ডলার দেখায় এবং আমার কাছ থেকে লাল নোটের খোঁজ করে। পরে লাল নোট খুঁজতে ঘরের রাখা গচ্ছিত টাকা বের করলে টাকাগুলো ইরানি ব্যক্তি তার হাতে নেয়। কৌশলে সেই টাকা নিয়ে পালানোর সময় আমি ডাকাত সন্দেহে তার গাড়িরোধ করি। চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হয়। পরে ইরানি দম্পতি আক্রমণের শিকার হন এবং ইরানি দম্পতির খোয়া যাওয়া মালামাল, জড়ো হওয়া লোকদের কাছ থেকে সেনাবাহিনীর উদ্ধার করে।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, এ ঘটনায় সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে ইরানি দম্পতিকে উদ্ধারের পর অভিযুক্তদের বাড়ি সার্চ করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করেন। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়িবহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরানি নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।

তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। খোয়া যাওয়া মালামালের মধ্যে ৪০০ ডলার ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়নি। তবে এ ঘটনায় মালামাল উদ্ধার ও মামলা প্রক্রিয়াধীন।

ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন বলেন, সোমবার দুপুর ১২টায় তারাগঞ্জ উপজেলার কু্র্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর গ্রামে অরাজকতার খবর শুনে সেনাবাহিনীর পেট্রোল দল সেখানে দ্রুত ছুটে যায়। এলাকার লোকজন বিশৃঙ্খলা শুরু করায় তাৎক্ষণিক এলাকাটি থেকে ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিনকে (৫৭) উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাই।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সব ধরনের সন্ত্রাসী ও অপকর্মে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। এ ধরনের অরাজকতা সৃষ্টিকারীদের সেনাবাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।

Read Entire Article