রংপুরে তলিয়ে গেছে ৮৮ হেক্টর ফসলি জমি

5 months ago 38
গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে রংপুরের পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮৮ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তিস্তা নদীর চরাঞ্চলের কৃষকরা। পীরগাছা উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে—শাকসবজি ১২ হেক্টর, ভুট্টা ২ হেক্টর, ধান ৩৭ দশমিক ৫ হেক্টর, পাট ১ দশমিক ৫ হেক্টর, বাদাম ৩০ হেক্টর ও মরিচ ৫ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, তারা বাধ্য হয়ে অপরিপক্ব মরিচ, বাদাম ও সবজি উঠিয়ে নিচ্ছেন। অনন্তরাম গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, অনেক কষ্টে ২০ শতক জমিতে মরিচ লাগিয়েছিলাম। দুই দিনের পানিতে গাছ ডুবে গেছে। তাই বাধ্য হয়ে গাছ তুলে ফেলেছি। চালুনিয়া গ্রামের কৃষক হালিম মিয়া জানান, ধান পেকে গেছে, কিন্তু শ্রমিকের অভাবে কাটতে পারিনি। এখন বৃষ্টিতে ধান পানিতে তলিয়ে গেছে। অতিরিক্ত খরচ দিয়ে কাটতে হবে। লাভের চেয়ে লোকসানই হবে বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় জমিতে পানি থাকলে ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই দ্রুত জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।  তিনি আরও জানান, সার্বিকভাবে ৮৮ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে বলে আমরা নিরূপণ করেছি।
Read Entire Article