রংপুরে বিশেষ ক্ষমতা আইনে মামলার ১৭ আসামি খালাস

3 months ago 55
রংপুরে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলায় জামায়াত-শিবিরসহ ১৭ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী মো. জয়নাল আবেদীন জানান, ২০১৫ সালের ২৬ মে নগরীর কিষাণ হিমাগারের পূর্ব দিকে আশিক ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। অভিযানে সরকার পতনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে জামায়াত-শিবিবের কর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে কোতয়ালী থানায় পুলিশ মামলা দায়ের করেন। পরে তৎকালীন কোতয়ালী থানার এসআই হোসাইন আলী ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।
Read Entire Article