‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে নেই রুক্মিণী, অবশেষে মুখ খুললেন নায়িকা

3 weeks ago 20
দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ মুক্তির পর থেকেই একটি প্রশ্ন ঘুরছে সবার মুখে— কেন ছবির প্রচার বা বিশেষ প্রদর্শনীর কোনোটিতেই দেখা যাচ্ছে না রুক্মিণী মৈত্রকে? অবশেষে কলকাতায় এসে নিজেই মুখ খুললেন নায়িকা। সম্প্রতি শহরের এক কালীপুজোর উদ্বোধনে যোগ দিতে ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন রুক্মিণী। বর্তমানে মুম্বাইয়ের কাজ নিয়েই ব্যস্ত তিনি। কলকাতায় এসেছিলেন মাত্র একদিনের জন্য। স্বভাবতই, উপস্থিত সাংবাদিকদের প্রথম প্রশ্ন ছিল, ‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে আপনি কেন ছিলেন না? হাসিমুখেই রুক্মিণী জবাব দেন, ‘উফ বাবা! এই প্রশ্নের একটাই উত্তর— আমায় খুঁজতে থাকুন। আসলে কাজের জন্য আমি বাইরে থাকি। কালীপুজোয় একদিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাব। ভাইঝি আমাইরার জন্মদিন আছে। কালই আবার দিল্লি ফিরে যেতে হবে।’ উল্লেখ্য, ‘রঘু ডাকাত’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল কলকাতা ও দুবাই— দুই জায়গাতেই। দুটি ক্ষেত্রেই দেবের পাশে ছিলেন না রুক্মিণী। এতে গুঞ্জন শুরু হয়— দেব-রুক্মিণীর সম্পর্ক কি আগের মতো নেই? তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউই সরাসরি কিছু জানাননি। অন্যদিকে, দেব এখনো ব্যস্ত নিজের পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারণায়। আর রুক্মিণীও প্রস্তুতি নিচ্ছেন তার নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচার অভিযানের জন্য।
Read Entire Article