রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা

3 months ago 46

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাছারিবাড়ি অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। এদিকে ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (১১ জুন) রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

উল্লেখ্য, গত ৮ জুন শাহনেওয়াজ নামে একজন দর্শনার্থী পরিবার নিয়ে কাছাবাড়ি পরিদর্শনে গেলে সেখানে মোটরসাইকেল পার্কিংয়ের বিষয় নিয়ে কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভিতরে আটকে রেখে নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে ঢুকে অডিটোরিয়ামের দরজা-জানালা ভাঙচুর করে। 

ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ অডিটোরিয়ামে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। 

তিনি বলেন, এ ঘটনায় মন্ত্রণালয় থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার তদন্ত কমিটির প্রধান শেখ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। 
 

Read Entire Article