সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও হলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন, সংগীত বিভাগের হৃদয় সরকার, পিয়াস, মওদুদ আহমেদ ও মিরাজ হোসেন বক্তব্য দেন।
এতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায় আট বছর হতে চললেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস ও হল তৈরি করা হয়নি। উল্টো শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মাওলানা সাইফুদ্দিন কলেজে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া হল না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকছেন। এ বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে প্রদানে গণস্বাক্ষর নেন।
এমএ মালেক/আরএইচ/এমএস