রাইস কুকারে রান্নার সময় কোলের শিশুসহ মায়ের মৃত্যু

2 months ago 8

মাগুরার সদর উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক নারী ও তার ৬ মাস বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের কৃষক মো. আউয়ালের স্ত্রী সেতু পারভিন (২৭) ও তার ছয় মাস বয়সী শিশু কন্যা আনিসা। 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বুধবার সকালে রাইস কুকার পরিবারের জন্য ভাত রান্না করতে গিয়ে মা ও শিশু বিদ্যুতায়িত হয়। এ সময় শিশুটি তার মায়ের কোলে ছিল। পরে স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


 

Read Entire Article