রাউজানে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার

2 months ago 101

চট্টগ্রামের রাউজান থেকে বিদেশি পিস্তলসহ মো. পারভেজ এবং মো. সাকিব নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মীরধার পাড়া গ্রামের মৃত মো. হেলালের ছেলে এবং সাকিব একই ওয়ার্ডের ধুম গ্রামের ফকিরপাড়ার নুরুল আলমের ছেলে।

রাউজানে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার

গ্রেফতার দুজনকে শুক্রবার (১৩ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি বলেন, কিছু মাদক কারবারি অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে রাউজান থানা পুলিশ। এসময় পারভেজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সাকিবের কাছ থেকে পিস্তলের এক রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটকরা এসব অস্ত্র দিয়ে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

এমডিআইএইচ/এমকেআর/জিকেএস

Read Entire Article