রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থী ও ভোটারদের সাইবার বুলিংরোধে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. একরামুল হামিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করেছে রাকসু নির্বাচন কমিশন।
শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি প্রথম সভায় মিলিত হয়ে ইতোমধ্যে তার করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে। সংশ্লিষ্ট সকলের জন্য প্রাসঙ্গিক তথ্য শীঘ্রই জানানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো তফশিল ঘোষণার পর থেকে প্রার্থী ও ভোটারদের সাইবার বুলিংরোধে একটি কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে। গত সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভায় এ কমিটি গঠনের আশ্বাস দেন নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে কমিটি গঠনের সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন।