রাখাইনে বন্দিশিবিরে জান্তাবাহিনীর হামলা, নিহত ২৮

6 days ago 10

পশ্চিম রাখাইনে একটি অস্থায়ী বন্দিশিবির এলাকায় হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। জাতিগত সংখ্যালঘুদের একটি সশস্ত্র গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।

রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে আরাকান আর্মির (এএ) সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এরই মধ্যে রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এএ।

২০২১ সালে অং সান সুচিকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে এই লড়াই। এর অংশ হিসেবে রাখাইনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে মরিয়া আরাকান আর্মি।

আরও পড়ুন>

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ম্রাউক-ইউ টাউনশিপে একটি বন্দিশিবির এলাকায় বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। সেখানে জান্তা বাহিনীর পরিবারের সদস্যদেরই বন্দি করে রাখা হচ্ছে।

এএ জানিয়েছে, হামলায় যারা নিহত হয়েছেন তারা মিয়ানমার সেনাবাহিনীরই পরিবারের সদস্য।

তাদেরকে মুক্তির জন্য যখন প্রস্তুতি নেওয়া হয়েছিল তখন এ ধরনের হামলা চালানো হয় বলেও উল্লেখ করেছে এএ। নিহতদের মধ্যে নয় শিশু রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএসএম

 

Read Entire Article