রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ

3 months ago 55

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, তার স্ত্রী গাজী রেবেকা রওশন এবং সাবেক বিজিবি প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ও তার স্ত্রী সোমা ইসলামের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে মো. ছিদ্দিকুরের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের আবেদন করেন পরিচালক মো. আবুল হাসনাত। আবেদনে উল্লেখ করা হয়, ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর নামে ১৩টি বিও হিসাবে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রে বিপুল অস্থাবর সম্পত্তি রয়েছে যা উত্তোলন করে তারা বিদেশে পাচারের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ প্রয়োজন।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাফিনুলের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন সূত্রে জানা গেছে, তিনি ও তার স্ত্রী সোমা ইসলামের নামে সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের এফডিআর, সঞ্চয় হিসাব ও চলতি হিসাবে মোট ৬ কোটি ২০ লাখ ৫ হাজার ৯৬৩ টাকা রয়েছে। অনুসন্ধানে জানা গেছে এসব নগদায়ন করে স্থানান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

এমআইএন/এমআইএইচএস/এএসএম

Read Entire Article