রাজধানী থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

2 hours ago 4

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

নিহত ছাত্রদল নেতা আহমেদ সাব্বিরের দুই হাত বাঁধা অবস্থায় এবং গলায় ফাঁসের চিহ্নসহ মরদেহ উদ্ধার করা হয়। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ বলেন, চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মনে হচ্ছে।

তিনি বলেন, নিহতের হাতে কোনোকিছু দিয়ে বাঁধার চিহ্ন আছে। মনে হচ্ছে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ঘটনাটি তদন্ত করে দেখছি। 

Read Entire Article