রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

1 month ago 30
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজধানীতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আর এ বৃষ্টিতে দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। এরপর সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আজ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে। কালকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এর প্রেক্ষিতে ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Read Entire Article