রাজধানীতে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

3 months ago 51

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মো. জিল্লুর রহমান জানান, নার্সিং কলেজের সামনের ফুটপাত থেকে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে খবর দেই। পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কাজী আল আমীন/এএমএ/জিকেএস

Read Entire Article