রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

3 hours ago 5

রাজধানীর পল্লবী থানায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- বিজয় (২২), মো. রায়হান ইসলাম (২৬), মো. রবিউল ইসলাম (১৯), মো. রাব্বি (১৮), মো. নুর আলম (২৭), মো. জালাল ওরফে শাহজালাল (২৭), মো. শাওন (২৮), মো. ফিরোজ ইসলাম (২০), ইলিয়াস আহম্মেদ (৩০), মো. সুজন (১৯), কামরুজ্জামান (২৮), মো. রাজু (৩৫), বরকত উল্লা (৩২), মো. রাকিব ওরফে আসিফ (২৪), মো. রেজো (৩৮), মো.হাসান (৩০), মো. মোনা (৩০), মো. জামিল হোসেন (২৫), মো. আলমগীর হোসেন (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩৮), মো.সজীব (২০), মো. রিমন (২০), মো. ইব্রাহিম (২৩) ও আল আমিন (২৫)।

পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল রোববার (১৯ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/এমএস

Read Entire Article