রাজধানীতে মসজিদের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মৌচাক এলাকার একটি মসজিদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সাড়ে সাতটার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাজধানীর মৌচাকের সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদতে আগুন লেগেছে।
তিনি জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।