রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বারুইখোলা ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনের খোলা জায়গা থেকে একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ জানতে পারে, মোহাম্মদপুরের বারুইখোলা সাদেক খান পাম্প সংলগ্ন ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনের খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রের কিছু অংশ পড়ে আছে।
এমন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।