রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ওয়ারীর টিকাটুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাকিব হোসেন আরিফ (১৯), মো. রাহাত (১৯), মো. আরিয়ান আহমেদ (২০) ও মো. তানভীর (১৯)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারাল স্টিলের কাঁচি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযানে ডিবি ওয়ারী বিভাগের টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে টিকাটুলি এলাকার সায়েদাবাদগামী রাস্তার ওপর অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম ছিনতাইকারীদের গ্রেপ্তারে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ছিনতাইকারী চক্রের রাকিব, রাহাত, আরিয়ান ও তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে দেহ তল্লাশি করে রাকিবের কাছ থেকে একটি ধারাল স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু করা হয়েছে।
সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পথচারীদের গতিরোধ করে ধারাল কাঁচির ভয় দেখিয়ে তাদের নিকট থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।