রাজধানীর কদমতলী থেকে থেকে আদ্রিতা ও আবজা নামের দুই বোন নিখোঁজ হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কদমতলীর জাপানীবাজার এলাকা থেকে নিখোঁজ হন তারা।
বড় বোন আদ্রিতা বিনতে মাহফুজের বয়স ১৭ বছর আর ছোট বোন আবজা জাহানের বয়স ১১ বছর।
মেয়েদের বাবা মাহফুজ শিকদার জানান, শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কদমতলী জাপানীবাজার নিজেদের বাসা থেকে ওই এলাকায় তার শাশুড়ি ও শালিকাকে বাসায় এগিয়ে দিতে যায় মেয়েরা। এরপর বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। আজ দেড়দিন হলো তাদের সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের উদ্ধারে চেষ্টা চলছে।