গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও দেশের রাজনীতিতে আবারও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ফ্যাসিবাদ আর গেড়ে বসতে পারবে না।
শনিবার (১৫ মার্চ) বিকালে রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণীতে এক ইফতার মাহফিলে বকুল এ কথা বলেন। সাংবাদিকদের সম্মানে যৌথভাবে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রকিবুল ইসলাম বকুল বলেন, আমরা এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি। রাজনীতিতে আবারও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের আন্দোলনের পথ ধরে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে। শেখ হাসিনা পালালেও তার রেখে যাওয়া একটি কুচক্রী মহল এবং একটি নতুন গোষ্ঠী যারা সরকারে ঘাপটি মেরে আছে, তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, পতিত ফ্যাসিবাদও আর গেড়ে বসতে পারবে না।
তিনি বলেন, নির্বাচন বিলম্বের চক্রান্ত শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষ যে হতাশার মধ্যে রয়েছে, তা কেটে যাবে।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
ইফতার মাহফিলে যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, সাবেক যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।