রাজনীতিতে মন্টুর মতো মানুষদের বেশি প্রয়োজন ছিল : মির্জা ফখরুল

2 months ago 26

রাজনীতিতে মোস্তফা মোহসীন মন্টুর মতো মানুষদের বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৫ জুন) বিকেলে হাসপাতালে গিয়ে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক জীবনের দীর্ঘ দিনের সাথী মন্টুর নিথর মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

আবেগপ্রবণ কণ্ঠে মির্জা ফখরুল বলেন, মোস্তফা মোহসীন মন্টু গণফোরামের সভাপতি হিসেবেই তার পরিচয় নয়, তার মূল পরিচয় হচ্ছে সে একজন সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা, জীবন্ত মুক্তিযোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতাকে হারালাম আমরা। তার চলে যাওয়াতে জাতির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি সহজে পুরণ হওয়ার নয়।

তিনি বলেন, পুরো সত্তরের দশকে তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন, স্বাধীনতা যুদ্ধ করেছেন, প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন। পররবর্তীকালে নীতির সাথে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিলেন। তারপরে আর কোনো কম্প্রোমাইজ করেননি এবং শেষ মুহুর্ত পর্যন্ত নীতির প্রশ্নের তিনি কোনো আপস করেননি।

মির্জা ফখরুল আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি আমার একজন সুহৃদকে, আমার ঘনিষ্ঠ বন্ধুকে। তার চলে যাওয়া আমাদের সবার জন্য অত্যন্ত দূঃখের কষ্ঠের। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুনাময় আল্লাহতালার কাছে দোয়া করছি তিনি যেন তাকে বেহেস্ত নসিব করেন।

হাসপাতালে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও ছিলেন।

এর আগে বিকাল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মোহসীন মন্টু মারা যান।

Read Entire Article