রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি

3 months ago 13
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে এমন বিধানসহ এতে বিভিন্ন বিধান থাকছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। নির্বাচন কমিশনার (ইসি) বলেন, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি। প্রচারণায় থাকছে না পোস্টার, দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা। তিনি আরও বলেন, প্রচারণা চালাতে পারবেন তিন সপ্তাহ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে প্রার্থী হওয়ার আগে সেখান থেকে পদত্যাগ করতে হবে।
Read Entire Article